
ভুবনেশ্বর, ১৯ ডিসেম্বর (হি.স.) : ঘন কুয়াশা এবং তার জেরে অত্যন্ত কম দৃশ্যমানতা। এই দুইয়ের কারণে বারাণসীতে অবতরণ করতে পারলো না মুম্বই থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার মুম্বই থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানকে ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়।
সূত্রের খবর, বিমানটি বারাণসীতে অবতরণের চেষ্টা করেছিল। কিন্তু হঠাৎ দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপদভাবে অবতরণ সম্ভব হয়নি। তাই বিমানটিকে ভুবনেশ্বরে ঘুরিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়। ভুবনেশ্বরে সেটি নিরাপদে অবতরণ করে। বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, সুষ্ঠুভাবে অবতরণ এর পর বিমানে থাকা সমস্ত যাত্রীকে নিরাপদে নামানো হয়। নিয়ম অনুযায়ী ওই বিমানের যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সহায়তা করার ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ