
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার পশ্চিমবঙ্গে আসছেন। রাজ্যে আসার আগের দিন শুক্রবার সন্ধ্যায় বাংলায় লিখে সোশ্যাল মিডিয়ায় একাধিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
তিনি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি আগামীকাল, ২০শে ডিসেম্বর, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সকাল ১১:১৫ নাগাদ, নদিয়া জেলার রানাঘাটে একটি জনসভায় অংশ নেব, যেখানে প্রায় ₹৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করব। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:
এনএইচ-৩৪ এর বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত ৬৬.৭ কিমি দীর্ঘ ৪-লেনের রাস্তার উদ্বোধন।
এনএইচ-৩৪ এর বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত অংশের রাস্তার ৪-লেনে উন্নীত করার প্রকল্পের শিলান্যাস। এই প্রকল্প কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।
পৃথক আরেকটি বার্তায় প্রধানমন্ত্রী জানান, আগামীকাল, ২০শে ডিসেম্বর, দুপুরে আমি রানাঘাটে বিজেপির জনসভায় ভাষণ দেব। পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় সরকারের বহু জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে একইসঙ্গে, রাজ্যের সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন।
তৃণমূলের লুটপাট ও ভীতিপ্রদর্শন সব সীমা অতিক্রম করেছে। সেই কারণেই আজ বিজেপিই মানুষের একমাত্র আশা-ভরসা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ