
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): অষ্টাদশ লোকসভার ষষ্ঠ অধিবেশন শুক্রবার শেষ হল। অধিবেশন শুরু হয় পয়লা ডিসেম্বর। এই পরিপ্রেক্ষিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন, এই অধিবেশনে ১৫ দিন কাজ হয়েছে। কাজের মোট সময়সীমা হল ৯২ ঘন্টা ২৫ মিনিট।
তিনি জানান, এবারের অধিবেশনের কার্যকারিতা ১১১ শতাংশ। ১০টি সরকারী বিল সভায় পেশ হয়েছে। অধিবেশনে ৮টি বিল পাশ হয়েছে। পাশ হওয়া বিলগুলি হল,
১) মণিপুর পণ্য পরিষেবা কর (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০২৫
২) কেন্দ্রীয় শুল্ক (সংশোধনী) বিল, ২০২৫
৩) স্বাস্থ্য সুরক্ষা থেকে জাতীয় সুরক্ষা সেস বিল, ২০২৫
৪) বরাদ্দ (সংখ্যা ৪) বিল, ২০২৫
৫) রহিতকরণ এবং সংশোধনী বিল, ২০২৫
৬) সবকা বিমা সবকি রক্ষা (বিমা আইনে সংশোধনী) বিল, ২০২৫
৭) সাসটেইনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া বিল, ২০২৫
৮) বিকশিত ভারত – গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) : ভি বি – জি রাম জি বিল, ২০২৫
১৫ ডিসেম্বর ২০২৫-এ অতিরিক্ত বরাদ্দের চাহিদা সংক্রান্ত বরাদ্দ বিল (সংখ্যা ৪) বিল, ২০২৫ নিয়ে আলোচনার পর ভোটাভুটিতে বিলটি গৃহীত হয়।
৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী বন্দে মাতরম জাতীয় গানের ১৫০ বছর পূর্তি নিয়ে আলোচনার সূত্রপাত করেন। এই নিয়ে ১১ ঘন্টা ৩২ মিনিট আলোচনা হয়। ৬৫ জন সদস্য আলোচনায় যোগ দেন। অনুরূপভাবে নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা হয় ৯ এবং ১০ ডিসেম্বর। প্রায় ১৩ ঘন্টা ধরে আলোচনা হয়। ৬৩ জন সদস্য আলোচনায় যোগ দেন।
এই অধিবেশনে ৩০০টি তারকা চিহ্নিত প্রশ্ন গৃহীত হয়েছে। এরমধ্যে ৭২টি মৌখিক উত্তর দেওয়া হয়েছে। সভা শূণ্য আওয়ারে জন গুরুত্ব নিয়ে ৪০৮টি বিষয় সভায় সদস্যরা তুলে ধরেছেন। এরমধ্যে ৩৭৭ ধারার অধীন মোট ৩৭২টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এবারের অধিবেশনে ৭৩এ নির্দেশিকার অধীন ৩৫টি বিবৃতি দেওয়া হয়েছে। দুটি বিবৃতি দেওয়া হয়েছে ৩৭২ ধারার অধীন। একটি বিবৃতি সংসদ বিষয়ক মন্ত্রীর।
২ ডিসেম্বর জর্জিয়ার সংসদের চেয়ারম্যান সালভা পাপুয়াসিভিলির নেতৃত্বে এক প্রতিনিধি দলের সরকারি সফরে সংসদে তাঁদের হার্দিক শুভেচ্ছা জানানো হয়।
এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ