
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার পশ্চিমবঙ্গে আসছেন। সকাল ১১টা নাগাদ নদীয়া জেলার রানাঘাটে তিনি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকার ২টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ৩৪ নম্বর জাতীয় সড়কে ৬৬.৭ কিলোমিটার দীর্ঘ বড় জাগুলিয়া-কৃষ্ণনগরের মধ্যে সংযোগকারী চার লেনের রাস্তার উদ্বোধন করবেন তিনি।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে বড় জাগুলিয়া পর্যন্ত ১৭.৬ কিলোমিটার দীর্ঘ চার লেনের রাস্তারও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগের ক্ষেত্রে এই ২টি প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে, যাতায়াতের সময় প্রায় ২ ঘন্টা কমবে এবং যান চলাচল আরও মসৃণ ও দ্রুতগতির হবে। সেইসঙ্গে, কলকাতার সঙ্গে পার্শ্ববর্তী জেলাগুলির যোগাযোগের ক্ষেত্রেও এই প্রকল্প বিশেষ ভূমিকা নেবে।
এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ