
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার জেরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআইএ) বিমান চলাচল ব্যাহত হয়েছে। জানা গেছে, শুক্রবার অন্তত ৭৯টি বিমান বাতিল করা হয়েছে। ইন্ডিগো এয়ারলাইন্স একটি ট্রাভেল এডভাইজারি জারি করেছে। তাতে যাত্রীদের বলা হয়েছে, বিমানবন্দরে তাদের বিমানের সাম্প্রতিক অবস্থা জানার জন্য। বাতিল হওয়া বিমানের মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়ানও ছিল বলে জানা যাচ্ছে।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কম দৃশ্যমানতার জন্য বিমান চলাচল বিলম্বিত বা ব্যাহত হতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষ এও জানিয়েছে যে, তাদের গ্রাউন্ড স্টাফরা যাত্রীদের সহায়তা করতে কাজ করছে।
উল্লেখ্য, বিগত কয়েকদিনের মতোই শুক্রবার সকালেও রাজধানীর ঘুম ভেঙেছে ঘন কুয়াশার চাদরে ঢেকে। দৃশ্যমানতাও ছিল প্রায় শূন্যের কাছাকাছি। রাজধানী দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদে দৃশ্যমানতা পৌঁছেছে ১০০ মিটারের নীচে। এদিকে, শুক্রবার সকালে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ঘন কুয়াশার একটি পুরু আস্তরণ দেখা যায়| এর ফলে দৃশ্যমানতা কমে গেছে| ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) সতর্কতা জারি করেছে| তাদের তরফে জানানো হয়েছে যে, কুয়াশার জেরে এদিন রেল ও বিমান চলাচল ব্যাহত হতে পারে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ