
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): শুক্রবার অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হলো সংসদের দুই কক্ষের অধিবেশন। ফলে চলতি বছরের শীতকালীন অধিবেশন এখানেই সম্পন্ন হলো|
শুক্রবার লোকসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়| সংসদের শীতকালীন অধিবেশনের ১৫ দিনের বৈঠকের পর রাজ্যসভাও এদিন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে সংসদের ১৯ দিনব্যাপী শীতকালীন অধিবেশনের সমাপ্তি ঘটল।
উল্লেখ্য, ১৯ দিনের অধিবেশনের মধ্যে ১৫টি কার্যকরী দিন ছিল এবারের এই সংক্ষিপ্ত অধিবেশনে| এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ