
নয়ডা, ১৯ ডিসেম্বর (হি. স.): উত্তর প্রদেশের নয়ডা জেলার একাধিক স্কুলে ও শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল। যদিও পুলিশি তদন্তে তা সম্পূর্ণ ভুয়ো বলে নিশ্চিত করা গেছে। সতর্কতার অংশ হিসেবে পুলিশ কুকুর ও বোমা নিষ্ক্রিয়কারী দল বিভিন্ন স্কুলে তল্লাশি চালায়।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সকালে সেক্টর–১০০ এলাকার স্কুল-সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইমেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ সক্রিয় হয়ে ওঠে।
জোন–১-এর পুলিশের ডেপুটি কমিশনার যমুনা প্রসাদ জানান, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়কারী দল ও পুলিশ বাহিনী স্কুল চত্বর, মেট্রো মল এবং জনবহুল এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশির পর কোথাও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
তিনি আরও জানিয়েছেন, ইমেল পাঠানোর উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এর আগেও নয়ডা ও এনসিআর অঞ্চলের বিভিন্ন স্কুলে এ ধরনের বোমা হামলার ভুয়ো হুমকি মেল আসার ঘটনা ঘটেছে। এটি কোনও সংগঠিত চক্রের কাজ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য