
পাটনা, ১৯ ডিসেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় কার্যকরী সভাপতি হওয়ার পর নীতিন নবীন ২৩ ডিসেম্বর প্রথমবার দিল্লি থেকে পাটনা আসবেন। বিহার বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় সরোগী শুক্রবার এই বিষয়ে জানিয়েছেন।
সঞ্জয় সরোগী জানিয়েছেন যে, নীতিন নবীন ২৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টা নাগাদ পাটনা বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি একটি রোড শো করে মিলার হাই স্কুল মাঠ প্রাঙ্গণে পৌঁছাবেন। সেখানে একটি সংবর্ধনা অনুষ্ঠান হবে।
তিনি বলেন, পাটনা বিমানবন্দর থেকে শুরু হওয়া রোড শো-এর যাত্রাপথ হবে শেখপুরা হাউস, রাজবংশী নগর হনুমান মন্দির (যেখানে তিনি প্রার্থনা করবেন), পুনাই চক, হাইকোর্ট হয়ে মিলার হাই স্কুল মাঠ। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান এবং লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের মূর্তিতে মাল্যদানও এই যাত্রাপথের মধ্যেই থাকবে বলে জানিয়েছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ