বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। যেখানে ভারতীয় অনন্ত জ্ঞানের প্রতিফলন ঘটেছে। এই স্তোত্রে বলা হয়েছে - গাছ যেমন ফল ও ফুলের মাধ্যমে মানুষের মনকে তৃপ্ত করে, তেমনই যিনি গাছ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। যেখানে ভারতীয় অনন্ত জ্ঞানের প্রতিফলন ঘটেছে। এই স্তোত্রে বলা হয়েছে - গাছ যেমন ফল ও ফুলের মাধ্যমে মানুষের মনকে তৃপ্ত করে, তেমনই যিনি গাছ লাগান, তাঁরও সব ধরনের উপকার করে থাকে গাছ, পরস্পরের থেকে তারা যতই দূরে থাকুক না কেন।

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী পোস্ট করেছেন, “পুষ্পিতাঃ ফলবন্তশ্চ তর্পয়ন্তিঃ মানবান।বৃক্ষদাম পুত্রবৎ বৃক্ষস্ত্রায়ন্তি পরত্র চ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande