গোয়ার মুক্তি দিবসে বীরদের স্মরণ রাষ্ট্রপতির
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): ঔপনিবেশিক শাসন থেকে গোয়াকে মুক্ত করার জন্য অক্লান্তভাবে লড়াই করা বীরদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে দেশ| গোয়ার মুক্তি দিবসে বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু| তিনি বলেছেন, গোয়ার মুক্তি দিবসে ঔপনিবেশিক শাসন থ
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): ঔপনিবেশিক শাসন থেকে গোয়াকে মুক্ত করার জন্য অক্লান্তভাবে লড়াই করা বীরদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে দেশ| গোয়ার মুক্তি দিবসে বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু|

তিনি বলেছেন, গোয়ার মুক্তি দিবসে ঔপনিবেশিক শাসন থেকে গোয়াকে মুক্ত করার জন্য অক্লান্তভাবে লড়াই করা বীরদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে দেশ। আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামী এবং সশস্ত্র বাহিনীকে তাঁদের অটল সংকল্প ও অবিচল নিষ্ঠার জন্য কুর্নিশ জানাই। আমি গোয়ার জনগণের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande