
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ায় স্পিকার তাঁর ঘরে বিভিন্ন দলের সাংসদদের সঙ্গে আলাপচারিতা করেন। সেখানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ক্যাবিনেট মন্ত্রী কে রামমোহন নাইডু ও চিরাগ পাসোয়ান। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা যায় রাজনাথের পাশেই বসে থাকতে। ছিলেন অন্যান্য সাংসদরাও।
উল্লেখ্য, শুক্রবার অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয় সংসদের দুই কক্ষের অধিবেশন। ফলে চলতি বছরের শীতকালীন অধিবেশন এখানেই সম্পন্ন হলো| শুক্রবার লোকসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়| সংসদের শীতকালীন অধিবেশনের ১৫ দিনের বৈঠকের পর রাজ্যসভাও এদিন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে সংসদের ১৯ দিনব্যাপী শীতকালীন অধিবেশনের সমাপ্তি ঘটল।
প্রসঙ্গত, ১৯ দিনের অধিবেশনের মধ্যে ১৫টি কার্যকরী দিন ছিল এবারের এই সংক্ষিপ্ত অধিবেশনে| এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ