
বিজনৌর, ২ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বিজনৌর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে । মঙ্গলবার সকালে শেরকোটের মুবারকপুর কুন্ডার কাছে ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানান ,মৃতদের নাম রঞ্জিত এবং লালা । তারা উভয়ই লখিমপুর খেরি জেলার বিছভি গ্রামের বাসিন্দা । অন্য একজন ফিরোজ, তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা । মঙ্গলবার সকালে শেরকোটের মুবারকপুর কুন্ডার কাছে একটি দ্রুতগামী কন্টেইনার একটি বাইককে ধাক্কা দেয় এবং তারপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর এটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে হাইওয়েতে উল্টে যায়। ঘটনায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কন্টেইনার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে কন্টেইনার , বাইক এবং পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন