
বিষ্ণুপুর, ৬ ডিসেম্বর (হি. স.) : নির্মীয়মাণ বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল তিন বছরের এক শিশুর । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর এলাকায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া।।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাউতখণ্ড গ্রাম পঞ্চায়েতের গড়গ্রামে বাড়ি ওই পরিবারের। তিন বছরের ওই ছোট্ট শিশুর নাম রোহন। ওই পরিবারের মাটির বাড়ি গত একবছর ধরে পাকা করার কাজ চলছে। পুরনো বাড়ির একটা অংশেই থাকছে ওই পরিবার। অন্যদিনের মতো শনিবার সকালেও বাড়ির সামনে খেলছিল ওই খুদে। বাড়ির উপর বাঁশ টাঙিয়ে রোদে শুকোতে দেওয়া হয়েছিল শীতের ভারী লেপ। খেলতে খেলতে শিশুসুলভ কৌতূহলে রোহন হাত বাড়িয়ে লেপের কোনা টান দিতেই ঘটে বিপর্যয়। মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ ওই বাড়িটির ১০ ইঞ্চি পুরু ইটের দেওয়ালের একটি অংশ। সেই ইটের পাঁজার উপর চাপা পড়ে ওই একরত্তি।
হুড়মুড়িয়ে কিছু ভেঙে পড়ার আওয়াজ পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পরিবারের সদস্য ও স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়ে দেন আগেই মারা গিয়েছে ওই শিশু। ঘটনার কথা জানতে পেরে হাসপাতাল ও অকুস্থলে যায় জয়পুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই কান্নার ভেঙে পড়েছেন শিশুটির বাবা-মা ও পরিবারের সদস্যরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি