
আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা যোজনা এবং কিষাণ ক্রেডিট কার্ড বিষয়ে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ত্রিপুরা স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট (টি-সামেটি)-এ শেষ হয়েছে। টি-সামেটি- এর উদ্যোগে হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব এগ্রিকালচারাল এক্সটেনশন ম্যানেজমেন্ট (ম্যানেজ) এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের ফসল বীমা বিভাগের সহযোগিতায় এই কর্মসূচি আয়োজিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি দফতরের অধিকর্তা ডঃ পি. বি. জমাতিয়া এবং টি-সামেটি-এর অধিকর্তা অরবিন্দ দেববর্মা। অনলাইনের মাধ্যমে যুক্ত হন ম্যানেজ-এর কৃষি বিপণন বিভাগের অধিকর্তা ডঃ শালেন্দ্রসহ কেন্দ্রীয় ফসল বীমা বিভাগের কর্মকর্তারা।
বক্তারা মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সময়মতো কৃষকদের নিবন্ধন এবং ফসল বীমা প্রকল্পগুলির পরিষেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
কর্মশালায় কৃষি দফতর, কেভিকে এবং বিভিন্ন ফসল বীমা সংস্থার মোট ৪০ জন প্রতিনিধি অংশ নেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ দফতরের অধিকর্তা দীপক কুমার দাস বলেন, কৃষকদের সঙ্গে সংযোগ বাড়ানো এবং ফসল বীমা যোজনাগুলির সুষ্ঠু বাস্তবায়নে এমন প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ