‘তেল লাগাও ডাবর কা, নাম মিটা দো বাবর কা’, বাবরের মতো অত্যাচারির কোন সৌধ হবে না: হুঙ্কার দিলীপ ঘোষের
দুর্গাপুর, ২ ডিসেম্বর(হি. স.) : “রাম মন্দিরের আন্দোলন বহু বছর ধরে চলেছে। তার আগে সাড়ে চার’শ বছর ধরে আন্দোলন চলেছে। তার সমাধান আদালতের মাধ্যমে হয়েছে। ভারতবর্ষের মানুষ বাবরের মতো অত্যাচারির কোনও চিহ্ন রাখতে চায় না। তেল লাগাও ডাবর কা, নাম মিটা দো বাবর
তেল লাগাও ডাবর কা, নাম মিটা দো বাবর কা'  বাবরের মতো অত্যাচারির কোন সৌধ হবে না- হুঙ্কার দীলিপের


দুর্গাপুর, ২ ডিসেম্বর(হি. স.) : “রাম মন্দিরের আন্দোলন বহু বছর ধরে চলেছে। তার আগে সাড়ে চার’শ বছর ধরে আন্দোলন চলেছে। তার সমাধান আদালতের মাধ্যমে হয়েছে। ভারতবর্ষের মানুষ বাবরের মতো অত্যাচারির কোনও চিহ্ন রাখতে চায় না। তেল লাগাও ডাবর কা, নাম মিটা দো বাবর কা।” মঙ্গলবার দুর্গাপুরের সনাতনি ঐক্যমঞ্চে বিজেপির প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এভাবে হুঙ্কার দেন।

দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে আয়োজিত এই সনাতনি ঐক্যমঞ্চের সভায় মুখ্যমন্ত্রীর ‘উন্নয়নের পাঁচালী’ প্রকাশের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এর আগে লাল্লু চল্লিশা বের করেছিল। আমরা বলতাম ভল্লু চল্লিশা। এখানে লক্ষ্মীর পাঁচালী না, অলক্ষ্মীর পাঁচালী হচ্ছে। অবস্থাও লালু প্রসাদের মতই হবে।”

বাবরি মসজিদ নিয়ে জাতীয় সড়ক দখলের হুমকির প্রসঙ্গে তিনি আরও বলেন, “মসজিদ কেউ চাইলে করতে পারে, কিন্তু বাবরের মতো অত্যাচারির নামে কোনো সৌধ এখানে হবে না। উনি তাঁর রাজনৈতিক এজেন্ডা নিয়েই তৃণমূলের সঙ্গে লড়ছেন। তবে এ নিয়ে যদি উৎপাত হয়, তার প্রতিকার হবে। আমরা বারবার বলেছি—‘তেল লাগাও ডাবর কা, নাম মিটা দো বাবর কা।’”

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande