ত্রিপুরায় লোকভবনে অসমের প্রতিষ্ঠা দিবস পালন
আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় অসমের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অসম দিবস পালন অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, অসমের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে
লোকভবনে অসম দিবস পালন


আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় অসমের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অসম দিবস পালন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

তিনি বলেন, অসমের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এই দিনটি অসমের দূরদর্শী নেতা চাউলুং সুকাফাকে স্মরণ করার দিন। রাজ্যপাল অসম সরকার এবং অসমের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠনে অসমের জনগণও এগিয়ে আসবেন। অনুষ্ঠানে অংশ নেওয়া অসমের আমন্ত্রিত অতিথিদের রাজ্যপাল সংবর্ধনা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডঃ রবীন্দ্র ভাড়ালি, ডঃ সিন্ধু পদুয়াল এবং ডঃ মৌসুমী কলিতা। বক্তারা অসমের ঐতিহ্য এবং ইতিহাস বিষয়ে আলোচনা করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande