এনুমারেশন ফর্মে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, কমিশনে অভিযোগ দায়ের বিজেপির
বাসন্তী, ২ ডিসেম্বর (হি. স.): রাজ্য জুড়ে এসআইআর নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। এনুমারেশন ফর্মে অনেক ক্ষেত্রেই ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবার অভিযোগ উঠল বাসন্তী ব্লকের বাসন্তী গ্রাম পঞ্চায়েতের ১৮১ নম্বর বুথে। সেখানে ৫০২ নম্বর ক্রমিক সংখ্য
এনুমারেশন ফর্মে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, কমিশনে অভিযোগ দায়ের বিজেপির


বাসন্তী, ২ ডিসেম্বর (হি. স.): রাজ্য জুড়ে এসআইআর নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। এনুমারেশন ফর্মে অনেক ক্ষেত্রেই ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবার অভিযোগ উঠল বাসন্তী ব্লকের বাসন্তী গ্রাম পঞ্চায়েতের ১৮১ নম্বর বুথে। সেখানে ৫০২ নম্বর ক্রমিক সংখ্যায় থাকা ভোটারের নাম কুদ্দুস গাজী। এই কুদ্দুসের বিরুদ্ধেই এনুমারেশন ফর্মে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। নিজের শ্বশুরের নামকেই নিজের বাবার নামের জায়গায় লিখেছেন বলে দাবি বিজেপির। এ নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতৃত্ব।

বিজেপির অভিযোগ, বছর পঁয়ত্রিশের কুদ্দুস বাংলাদেশী। পরিচয় গোপন করে বাসন্তীতে বসবাস করছেন। আর সেই কারণেই এনুমারেশান ফর্ম ফিলাপ করতে গিয়ে নিজের স্ত্রী আসমা গাজীর বাবা মোবারক গাজীর নাম নিজের বাবার নামের জায়গায় বসিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও শাস্তির দাবি জানিয়েছে বিজেপি। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমন সরদার বলেন, “ এই ব্যক্তি বাংলাদেশী। নিজের পরিচয় গোপন করে বাসন্তীতে থাকছেন। শ্বশুরকে বাবা সাজিয়ে এনুমারেশন ফর্ম ফিলাপ করেছেন। বিষয়টি আমাদের নজরে আসতেই এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।”

পরিবার ও স্থানীয় সূত্রের খবর, অনেক আগেই কুদ্দুসের বাবা ও মা মারা যায়। আদতে বনগাঁর বাসিন্দা হলেও বাসন্তীতে কাজের সূত্রে এসেছিলেন কুদ্দুস। বর্তমানে বম্বেতে প্লাম্বিংয়ের কাজ করেন তিনি। বাসন্তীতেই আসমার সঙ্গে বিয়ে হয়। সেখানেই শ্বশুরের সমস্ত নথি ব্যবহার করে নিজের ভোটার কার্ড সহ অন্যান্য পরিচয় পত্র তৈরি করেন কুদ্দুস।

আসমা বলেন, “ ওনার আসল বাড়ি বনগাঁয়। অনেক ছোট বেলাতেই বাবা মা মারা যায়। তখন বাসন্তীতে চলে এসেছিলেন। এখানেই কাজ করতেন। আমার সঙ্গে বিয়ে হওয়ার পর বাবার পরিচয় পত্র দিয়ে নিজের পরিচয় পত্র তৈরি করেছেন। উনি বাংলাদেশী নন।”

এ বিষয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “ এরকম একটা অভিযোগের কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আধিকারিকদের আবেদন করছি।” বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার বলেন, “ এরকম কোনও অভিযোগ এখনও পাইনি। পেলে খতিয়ে দেখা হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande