বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ
ক্যানিং, ২ ডিসেম্বর (হি. স.): ক্যানিং ২ ব্লকের বিজেপির সক্রিয় কর্মী ওলিরুল পিয়াদাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে তালদি বাজার এলাকায় ওলিরুলের দোকানে চড়াও হয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে মঙ
বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ


ক্যানিং, ২ ডিসেম্বর (হি. স.): ক্যানিং ২ ব্লকের বিজেপির সক্রিয় কর্মী ওলিরুল পিয়াদাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে তালদি বাজার এলাকায় ওলিরুলের দোকানে চড়াও হয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

ক্যানিং ২ ব্লকের বিজেপি নেতা হলেও ওলিরুলের ব্যবসা রয়েছে ক্যানিংয়ের তালদি বাজার এলাকায়। সেখানেই এদিন সকালে তৃণমূল কর্মীরা চড়াও হয়ে তাঁকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

ওলিরুলের অভিযোগ, “ আমি বিজেপি দল করি, ক্যানিং ২ ব্লকের বিএলএ ১ এর দায়িত্বে রয়েছি। এই ব্লকে বিএলও-দের কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না বলে কয়েকদিন আগে মহকুমাশাসকের দফতরের স্মারকলিপি জমা দিতে যাই। সেই রাগে এদিন আমার দোকানে চড়াও হয়ে মারধর করেছেন স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা কর্মীরা। আমি দোষীদের শাস্তি চাই।” যদিও ওলিরুলের অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি মিথ্যা অভিযোগ করছেন ওই বিজেপি নেতা। তালদি বাজার এলাকা যথেষ্ট ঘিঞ্জি সেখানে ব্যস্ত সময়ে বড় বড় আলুর গাড়ি প্রতিদিন ঢুকিয়ে রাস্তায় যানজট সৃষ্টি করেন তিনি। ফাঁকা সময়ে গাড়ি ঢোকানর কথা বললে ওলিরুল বাকবিতণ্ডা করে। তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা ঝামেলা হয়েছে বলে দাবি তৃণমূলের। স্থানীয় তৃণমূল নেতা পবিত্র সাফুঁই বলেন, “ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সাধারন মানুষ, তালদি বাজারের ব্যবসায়ীরা প্রতিদিন আলুর গাড়ি ঢুকিয়ে রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ জানিয়েছেন। তাই মিথ্যা অভিযোগ করছেন ওই বিজেপি নেতা।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande