সৎ বাবাকে ২০ বছরের কারাদণ্ড বালুরঘাট আদালতের
দক্ষিণ দিনাজপুর, ২ ডিসেম্বর (হি.স.): কিশোরী কন্যাকে ধর্ষণের দায়ে গ্রেফতার হয়েছিলেন সৎ বাবা। ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সাজা শোনাল আদালত। মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতে এই সাজা ঘোষণা হয়। পকসো ধারায় এই মামলা চলেছিল বলে খবর। সূত্রের খবর,
সৎ বাবাকে ২০ বছরের কারাদণ্ড বালুরঘাট আদালতের


দক্ষিণ দিনাজপুর, ২ ডিসেম্বর (হি.স.): কিশোরী কন্যাকে ধর্ষণের দায়ে গ্রেফতার হয়েছিলেন সৎ বাবা। ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সাজা শোনাল আদালত। মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতে এই সাজা ঘোষণা হয়। পকসো ধারায় এই মামলা চলেছিল বলে খবর।

সূত্রের খবর, বালুরঘাট শহরের বাসিন্দা পেশায় পরিচারিকা এক মহিলা স্বামী মারা যাওয়ার পরে কয়েক বছর আগে দ্বিতীয় বিবাহ করেছিলেন। ওই মহিলার প্রথমপক্ষের একটি বছর ১৪-র নাবালিকা মেয়ে আছে। বিয়ের পর একই ভাড়াবাড়িতে তারা তিনজন থাকতে শুরু করেছিলেন।

গত বছর ১৭ জুন ওই মহিলা কাজ থেকে ফিরে এসে দেখেছিলেন মেয়ে অসহ্য পেট ব্যাথায় কাতরাচ্ছে। তিনি দ্রুত মেয়েকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। শারীরিক পরীক্ষার পর ডাক্তাররা জানান, মেয়ে ৪ মাসের অন্তঃসত্বা।

সব কিছু জানার পর গত বছরের ১৮ জুন বালুরঘাট থানায় নিজের স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। দ্রুত ওই মহিলার স্বামী অর্থাৎ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পকসো ধারায় অভিযোগ দায়ের হয়।

বালুরঘাট জেলা আদালতে শুরু হয় মামলা। ওই নাবালিকা ও অভিযুক্ত সৎ বাবার শরীরের ডিএনএ সংগ্রহ করে পরীক্ষা করা হয়। দুই ক্ষেত্রেই ডিএনএ মিলে যায়। শনিবার অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এদিন দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande