বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের দাবি নিয়ে শশী পাঁজার সঙ্গে বিকাশ ভবনে সাক্ষাৎ নওসাদ সিদ্দিকীর
Bikash Bhavam Meeting today
বিকাশভবনে মন্ত্রী শশী পাঁজার মুখোমুখি বিধায়ক


কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.) : বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের নানান দাবি নিয়ে মঙ্গলবার নারী, শিশু কল্যাণ ও সমাজকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাঁজার সঙ্গে বিকাশ ভবনে সাক্ষাৎ করেন বিধায়ক নওসাদ সিদ্দিকী।

এরপর তিনি জানান, চাকুরি পেতে ভুয়ো প্রতিবন্ধী শংসাপত্র বের করা হচ্ছে। প্রতিবন্ধী নন, এমন মানুষ এই শংসাপত্র তুলছেন। অবিলম্বে তা বন্ধ করতে হবে। তাই নিয়োগের আগেই ডাক্তারি পরীক্ষা আবশ্যিক হোক। এর প্রতিবাদে এদিন সল্টলেকের বিকাশ ভবনে ২০২২ টেট পাস লোকোমোটর ডিসেবিলিটি অধিকার সংগ্রামী মঞ্চের তরফেও ডেপুটেশন দেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখানে তিনি সাংবাদিকদের জানান, স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

সংগ্রামী মঞ্চের অন্যতম দাবি যে, সংরক্ষণ নীতির ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। লোকোমোটর ডিসেবিলিটিদের ক্ষেত্রে এই সংরক্ষণ কেবলমাত্র তফসিলি জাতিদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। এর ফলেই জেনারেল, ওবিসি ও এসটি প্রার্থীরা চাকুরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং শ্রম দফতরের ৮ই জুলাই‌ তারিখের বিজ্ঞপ্তি বাতিল করার দাবি জানিয়েছে সংগঠন। মডেল ১০০ পয়েন্ট রোস্টারেও গুরুতর ভুল সংশোধন করার দাবি উঠেছে। আসন্ন বিধানসভা অধিবেশনে এই দাবিগুলি‌ নিয়ে সোচ্চার হতে হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande