বর্ধমান-হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস সাত দিন বাতিল
কলকাতা, ২ ডিসেম্বর, (হি.স.): রক্ষণাবেক্ষণের জন্য ২রা থেকে ৮ ডিসেম্বর, সাত দিন 13503/13504 বর্ধমান-হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস বাতিল থাকবে। এ ছাড়াও, ০৩.১২.২০২৫ তারিখে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ হবে। এর জন
বর্ধমান-হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস সাত দিন বাতিল


কলকাতা, ২ ডিসেম্বর, (হি.স.): রক্ষণাবেক্ষণের জন্য ২রা থেকে ৮ ডিসেম্বর, সাত দিন 13503/13504 বর্ধমান-হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস বাতিল থাকবে। এ ছাড়াও, ০৩.১২.২০২৫ তারিখে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ হবে। এর জন্য কিছু ট্রেন বাতিল থাকবে।

০৩.১২.২০২৫ তারিখে এই বাতিল প্রস্তাবিত ট্রেনগুলো হল: হাওড়ার সঙ্গে সংযোগকারী নৈহাটি থেকে – ৩৭৫৪১, ব্যান্ডেল থেকে – ৩৭৫৪২, ৩৭২৬০, ৩৭২৫৪, হাওড়া থেকে বিপরীতমুখী – ৩৭২৪৯, ৩৭২৫৩, ৩৭৬১১ এবং পান্ডুয়া থেকে – ৩৭৬১৪।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande