
কলকাতা, ২ ডিসেম্বর, (হি.স.): জেলাশাসকদের বলছি, আপনারা ইলেকশনের যে কাজ করছেন করুন। কিন্তু মাথায় রাখবেন, সাধারণ মানুষের কাজগুলোও। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের কাজ করতে গিয়ে কোনও অবস্থাতেই যেন সাধারণ মানুষের কাজগুলিকে অবহেলা না করা হয়, তা নিয়ে ফের জেলাশাসকদের সতর্ক করার পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধানের ঘোষণা, আপনারা যারা ভাল কাজ করবেন তাঁদের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীদের বলব আপনারাও লক্ষ্য রাখবেন।
তিনি এও জানান, বাংলার বাড়ি, রাজ্যের নানা উন্নয়ন প্রকল্পের কাজ যাতে উপেক্ষিত না হয় সেটা দেখতে হবে। মানুষের উন্নয়নের কর্মকাণ্ড ঠিকমতো হচ্ছে কিনা তা দেখতে দশজন পর্যবেক্ষক জেলায় জেলায় পাঠানো হচ্ছে বলেও এদিনের প্রশাসনিক বৈঠক থেকে জানান মুখ্যমন্ত্রী।
ভোট এখনও দেরি কয়েকমাস। তবে তার আগে থেকেই এসআইআর এর কাজ করতে গিয়ে প্রশাসনিক কর্তা ও কর্মীদের চাপ বেড়েছে বহুগুণ। সেই আবহে এদিন এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত