বাতিল মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের হাফলং সফর
উমরাংসোতে উদ্বোধন করবেন ক্রিকেট স্টেডিয়াম হাফলং (অসম), ২ ডিসেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার হাফলং সফর বাতিল হয়ে গেছে। আগামী ৫ ডিসেম্বর ডিমা হাসাও জেলা সদরর হাফলঙে মহিলা উদ্যোমিতা প্রকল্পের অধীনে সুবিধাভোগিণীদের মধ্যে চেক বিতরণ ক
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা (ফাইল ফটো)


উমরাংসোতে উদ্বোধন করবেন ক্রিকেট স্টেডিয়াম

হাফলং (অসম), ২ ডিসেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার হাফলং সফর বাতিল হয়ে গেছে। আগামী ৫ ডিসেম্বর ডিমা হাসাও জেলা সদরর হাফলঙে মহিলা উদ্যোমিতা প্রকল্পের অধীনে সুবিধাভোগিণীদের মধ্যে চেক বিতরণ করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এছাড়া হাফলং নামঘরের নবনির্মিত ভবন উদ্বোধন করারও কথা ছিল তাঁর।

সরকারি সূত্রে এ খবর দিয়ে জানানো হয়েছে, ৫ ডিসেম্বর হাফলং সফর বাতিল হলেও এদিনই ডিমা হাসাও জেলার উদ্যোগনগরী হিসেবে পরিচিত উমরাংসোতে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবনির্মিত ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande