
হুগলি, ২ ডিসেম্বর (হি.স.): এক যুবককে খুনের ঘটনায় প্রেমিক-প্রেমিকাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শোনাল আদালত। ঘটনার ছয় বছর পর মঙ্গলবার হুগলির চুঁচুড়া আদালত এই সাজা শোনাল। ওই যুগলের নাম কৃষ্ণা বাউল দাস ও লক্ষ্মী রায়।
আদালত সূত্রে খবর, ২০১৯ সালের ৭ জুন রাত তিনতে নাগাদ মগড়া কাঁটাপুকুর এলাকায় একটি দোকানের সামনে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। বছর ২৩ এর ওই যুবকের নাম মহম্মদ আনোয়ার, বাড়ি মগড়াগঞ্জ নতুন গ্রাম এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছিল, ওই দিন সন্ধ্যার পর থেকে তাঁর খোঁজ মিলছিল না। টহলদারি পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছিল ওই যুবকের। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
চুঁচুড়া আদালতে শুরু হয় মামলার শুনানি। মামলায় মোট ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক এদিন ওই যুগলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শোনান। এছাড়াও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৃত যুবকের মাকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের রায় শুনে খুশি মৃতের বাড়ির লোকেরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত