
দুর্গাপুর, ২ ডিসেম্বর (হি. স.) : ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও পাশে লেখা “ডিলিট”, আর সেই কারণে মেলেনি এনুমারেশন ফর্ম। দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৮০নং বুথের রঞ্জিত দে ও তাঁর স্ত্রী মুন্নি দে দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ঘটনার পর রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী প্রদীপ মজুমদার।
দুর্গাপুর পুরসভার ১৪ নং ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড়ের বাসিন্দা রঞ্জিত দে কর্মসূত্রে ইস্পাত নগরীতে থাকেন। তাঁর ও তাঁর স্ত্রীর ভোটার কার্ড রয়েছে, ২০০২ সালের ভোটার তালিকাতেও নাম ছিল। ২০২১ বিধানসভা ও ২০২৪ লোকসভা নির্বাচনে তারা ভোট দিয়েছেন। কিন্তু ২০২৫ সালের ভোটার তালিকায় নাম থাকলেও পাশে দেখা যাচ্ছে “ডিলিট”। রঞ্জিত ও মুন্নি দে এখন বিভ্রান্ত ও আতঙ্কিত।
মুন্নি দে বলেন, “মনে হচ্ছে বেঁচে থেকেও আমরা মৃত। আমাদের নাবালক ছেলে রয়েছে, তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি। ভোটার কার্ড ও আধার কার্ড সব আমাদের আছে, তবুও এনুমারেশন ফর্ম পাইনি।”
রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্তে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। আমরা দে পরিবারের পাশে আছি। একটিও যোগ্য ভোটারের নাম বাদ না যায়, সেই দিকে নজর রাখা হচ্ছে। কেন ওদের নাম ডিলিট করা হলো, তা জানার চেষ্টা করা হচ্ছে।”
অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, “তৃণমূলের অতিরিক্ত বক্তব্যের কিছু নেই। যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায়, সেই জন্যই এসআইআর প্রক্রিয়া চলছে। দে পরিবারের নাম ডিলিট কেন হলো, তা নির্বাচন কমিশনের কাছে জানানো হবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা