রাঁচির সিএ নরেশ কেজরিওয়ালের ১৫টি ঠিকানায় ইডির তল্লাশি
রাঁচি, ২ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচির পরিচিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নরেশ কেজরিওয়ালের রাঁচি, মুম্বই ও সুরাটের মোট ১৫টি ঠিকানায় মঙ্গলবার চলল ইডির তল্লাশি অভিযান। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় এই অভিযান। ঝাড়খণ্ডে এই প্রথম আর্থিক তছরুপ প
রাঁচির সিএ নরেশ কেজরিওয়ালের ১৫টি ঠিকানায় ইডির তল্লাশি


রাঁচি, ২ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচির পরিচিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নরেশ কেজরিওয়ালের রাঁচি, মুম্বই ও সুরাটের মোট ১৫টি ঠিকানায় মঙ্গলবার চলল ইডির তল্লাশি অভিযান। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় এই অভিযান। ঝাড়খণ্ডে এই প্রথম আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের মাধ্যমে ইডির তল্লাশি।

সূত্রের খবর, সকাল ছ’টা নাগাদ কেজরিওয়াল ও তাঁর পরিবারের বিভিন্ন অফিস-বাসস্থানে ইডি দল অভিযান শুরু করে। রাঁচির চার্চ কমপ্লেক্সে থাকা তাঁর অফিসেও তল্লাশি হয়।

আয়কর দফতরের আগের তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতেই এবার আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের মামলায় ইডি তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ইডির হাতে এমন নথি এসেছে, যা দেখায় কেজরিওয়াল নিয়ম ভেঙে দুবাই, আমেরিকা-সহ কয়েকটি দেশে বিনিয়োগ করেছেন। তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande