ক্যানিংয়ে মহকুমাশাসকের অফিসে বৈঠক নির্বাচনী পর্যবেক্ষকের
ক্যানিং, ২ ডিসেম্বর (হি. স.): রাজ্য জুড়ে এসআইআর চলছে। আর এই প্রক্রিয়াকে সম্পন্ন করতে গিয়ে নানান জটিলতা সামনে আসছে। একদিকে যেমন বিরোধীরা অভিযোগ তুলেছেন বিএলও-দেরকে প্রভাবিত করছে শাসকদল তৃণমূল কংগ্রেস, তেমনি বি এল এ ২ রা কোনওভাবেই বিএলও - দের সঙ্গে ভ
ক্যানিংয়ে মহকুমাশাসকের অফিসে বৈঠক নির্বাচনী পর্যবেক্ষকের


ক্যানিং, ২ ডিসেম্বর (হি. স.): রাজ্য জুড়ে এসআইআর চলছে। আর এই প্রক্রিয়াকে সম্পন্ন করতে গিয়ে নানান জটিলতা সামনে আসছে। একদিকে যেমন বিরোধীরা অভিযোগ তুলেছেন বিএলও-দেরকে প্রভাবিত করছে শাসকদল তৃণমূল কংগ্রেস, তেমনি বি এল এ ২ রা কোনওভাবেই বিএলও - দের সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি যেতে পারছেন না তৃণমূলের চোখ রাঙানির জেরে। আবার কোথাও বা কাজের চাপে বি এল ও’রা নানান ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বলেও অভিযোগ করছে শাসকদল। এই সমস্ত জটিলতা কাটিয়ে যাতে সুষ্ঠ ভাবে এসআইআর এ রাজ্যে হয় সে বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এ রাজ্যে রোল অবজারভার বা পর্যবেক্ষক নিয়োগ করেছেন।

সুব্রত গুপ্তের নেতৃত্বে ১২ সদস্যদের আই এ এস অফিসারদের একটি দল এই পর্যবেক্ষকের ভূমিকা পালন করছেন। মঙ্গলবার দুপুর একটা নাগাদ এই পর্যবেক্ষক দলের অন্যতম সদস্য সি মুরাগান আসেন ক্যানিং মহকুমা শাসকের দফতরে। সেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পর এদিন বিএলও সুপারভাইজারদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

রাজনৈতিক দলগুলি এদিনের বৈঠকে পর্যবেক্ষককে হাতের কাছে পেয়ে নিজেরা যথেষ্ট ক্ষোভ উগড়ে দেন। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। প্রতিটি রাজনৈতিক দলের কর্মীদের কাছ থেকেই তাঁদের সমস্যার কথা শুনতে চান মুরাগান। কোথাও কোনও সমস্যা হলে কীভাবে তা সমাধান করা যাবে সে বিষয়েও বার্তা দেন তিনি। এছাড়াও কেউ সমস্যায় পড়লে যেন সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই কারণে নিজের মোবাইল নম্বরও সকলকে দিয়ে যান। সঠিক ভাবে এস আই আরের কাজ শেষ করতে সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন তিনি। বিজেপির প্রশান্ত বায়েন, কংগ্রেসের ভূপাল চন্দ্র দাসরা বলেন, “ মোট মৃত ভোটারের তালিকা, মোট স্থানান্তরিত হয়ে যাওয়া ভোটারদের তালিকা চেয়েছি আমরা। সঠিক ভাবে যাতে এস আই আরের কাজ হয় সে বিষয়ে বার্তা দেন অবজারভার।”

অন্যদিকে এদিন বি এল ও সুপারভাইজারদের সঙ্গে বৈঠক করে তাঁদেরকে সঠিক ভাবে কাজ করার নির্দেশ দেন পর্যবেক্ষক। প্রতিটি ফর্ম সঠিক ভাবে স্কুটিনি করার নির্দেশ দেন। কোথাও কোনও বুথে সন্দেহজনক কিছু মনে হলে সুপারভাইজাররা যাতে নিজেরা গিয়ে তদন্ত করেন সেই এলাকা সেই বার্তাও দেওয়া হয়। একটিও সঠিক ভোটারের নাম যাতে বাদ না যায়, তেমনি একটিও মিথ্যা ভোটারের নাম যাতে তালিকায় না থাকে সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। তবে সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে কোনও কথাই বলেন নি তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande