হোয়াটসঅ্যাপ কলে প্রতারণা, ফতেহাবাদের কৃষক ১৩.৫ লক্ষ টাকা খোয়ালেন
ফতেহাবাদ, ২ ডিসেম্বর (হি. স.) : হোয়াটসঅ্যাপ কলে প্রতারণার শিকার হলেন হরিয়ানার ফতেহাবাদের এক কৃষক। মঙ্গলবার জানা গেছে, সাইবার জালিয়াতরা তাঁর কাছ থেকে মোট ১৩ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে সন্দেহ হওয়ায় কৃষক বিষয়টি জানিয়ে ফতেহাবাদ সাইবার থানায় অভ
হোয়াটসঅ্যাপ কলে প্রতারণা, ফতেহাবাদের কৃষক ১৩.৫ লক্ষ টাকা খোয়ালেন


ফতেহাবাদ, ২ ডিসেম্বর (হি. স.) : হোয়াটসঅ্যাপ কলে প্রতারণার শিকার হলেন হরিয়ানার ফতেহাবাদের এক কৃষক। মঙ্গলবার জানা গেছে, সাইবার জালিয়াতরা তাঁর কাছ থেকে মোট ১৩ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে সন্দেহ হওয়ায় কৃষক বিষয়টি জানিয়ে ফতেহাবাদ সাইবার থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগকারী পরমবীর সিংহ জানান, তিনি অশোক নগর ফতেহাবাদের মাজরা রোড এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে থাকা এক ব্যক্তি সঞ্জুর জমি চুক্তিতে নিয়ে চাষ করেন। গত ২৫ নভেম্বর তাঁর বাবার ফোনে হোয়াটসঅ্যাপ কল আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে সঞ্জু পরিচয় দিয়ে জরুরি টাকার প্রয়োজনের কথা জানায় এবং পরদিনই পুরো টাকা ফেরত দেবে বলে আশ্বস্ত করে।

তারপর ব্যাংকে একটি অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়। কৃষক প্রথমে ২ লক্ষ টাকা পাঠান। এরপর একাধিক ট্রান্সফারে তাঁর ও তাঁর বন্ধুর মাধ্যমে মোট ১৩.৫ লক্ষ টাকা পাঠানো হয়। আবার টাকা চাইতেই সন্দেহ জাগে এবং তিনি টাকা পাঠানো বন্ধ করেন।

পরে জানা যায়, পুরো বিষয়টি ছিল সাইবার প্রতারণা। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার মামলা শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande