ডিমা হাসাওয়ে আসাম পুলিশের কমান্ডো ব্যাটালিয়নের সঙ্গে গুলি-সংঘৰ্ষ, ধরাশায়ী উগ্ৰপন্থী
হাফলং (অসম), ২ ডিসেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংগঠিত সংঘর্ষে এক উগ্ৰপন্থী সদস্য ধরাশায়ী হয়েছে। নিহত উগ্রপন্থীকে ‘মার পিপলস্ কনভেনশন ডেমোক্ৰ্যাটিক’, সংক্ষেপে এইচপিসিডি-র সক্ৰিয় সদস্য তথা জিনামভ্যালির বড়ওয়ারকাপ গ্রামের বা
কমান্ডোর গুলিতে হত এইচপিসিডি-র ক্যাডার মোদী মার (ফাইল ফটো)


হাফলং (অসম), ২ ডিসেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংগঠিত সংঘর্ষে এক উগ্ৰপন্থী সদস্য ধরাশায়ী হয়েছে। নিহত উগ্রপন্থীকে ‘মার পিপলস্ কনভেনশন ডেমোক্ৰ্যাটিক’, সংক্ষেপে এইচপিসিডি-র সক্ৰিয় সদস্য তথা জিনামভ্যালির বড়ওয়ারকাপ গ্রামের বাসিন্দা মোদী মার ওরফে মেমো বলে শনাক্ত করেছে পুলিশ।

ডিমা হাসাও জেলা পুলিশের আধিকারিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, মাহুর থানার অন্তৰ্গত প্ৰত্যন্ত জিনামভ্যালির চিলাই গ্রামে গতকাল সোমবার রাত প্রায় ১১টা নাগাদ আসাম পুলিশের কমান্ডো ব্যাটালিয়নের সঙ্গে এইচপিসিডি-র সশস্ত্র ক্যাডারদের সংঘৰ্ষ হয়েছে। পুলিশের সূত্রটি জানিয়েছে, গতকাল রাত প্রায় ১০টা নাগাদ চিলাই গ্রামে একটি গাড়ি আটক করে তার চালককে হুমকি দিয়ে শূন্যে দুই রাউন্ড গুলি চালায় এইচপিসিডি উগ্ৰপন্থীর একটি দল। গুলির শব্দ শুনে পাৰ্শ্ববৰ্তী ক্যাম্প থেকে আসাম পুলিশের কমান্ডো বাহিনী বেরিয়ে আসলে উগ্ৰপন্থী দলটি পুলিশকে লক্ষ্য করে গুলি চলায়।

উগ্ৰপন্থীদের গুলি হামলার জবাব গুলিতে দিতে শুরু করে পুলিশের কমান্ডো ব্যাটালিয়ন। উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। গুলির লড়াইয়ে ধরাশায়ী হয়েছে এইচপিসিডি ক্যাডার মোদী মার ওরফে মেমো।

পুলিশের আধিকারিক সূত্রটি জানিয়েছে, নিহত উগ্ৰপন্থী মোদী মারের মৃতদেহের ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ডিমা হাসাও জেলার মাহুর থানার অন্তৰ্গত জিনামভ্যালিতে কা্ছাড় জেলার হরিনগর হয়ে যেতে হয়।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande