মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বরের মন্দিরে পুজো দিলেন ভারতীয় ক্রিকেটার স্নেহা রানা
উজ্জয়িনী, ২ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শনে গেলেন ভারতীয় ক্রিকেটার স্নেহা রানা। মঙ্গলবার ভোরে ভস্মারতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহাকালের দর্শন করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার স্নেহা রানা। দর্শন শে
মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বরের মন্দিরে পুজো দিলেন ভারতীয় ক্রিকেটার স্নেহা রানা


উজ্জয়িনী, ২ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শনে গেলেন ভারতীয় ক্রিকেটার স্নেহা রানা। মঙ্গলবার ভোরে ভস্মারতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহাকালের দর্শন করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার স্নেহা রানা। দর্শন শেষে মন্দির প্রাঙ্গণে তাঁকে অভ্যর্থনা ও সম্মান জানায় মন্দির পরিচালন কমিটি। আরতির সময় মন্দির প্রাঙ্গনে দেখা যায় প্রচুর ভক্তের সমাগম ।

দর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। মন্দিরের শৃঙ্খলা, নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় মুগ্ধতা প্রকাশ করেন। তিনি দেশের জন্য শুভকামনা জানিয়ে আরও বলেন , “সবসময় যেন ভারতের মাথা উঁচু থাকে।”

প্রসঙ্গত , উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মহাদেবের মন্দিরটি রয়েছে শিপ্রা নদীর পাড়ে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে মহাকালেশ্বরই সব চেয়ে পবিত্র। স্থানীয়দের বিশ্বাস, ভগবান মহাকালেশ্বরের নির্দেশেই চালিত হয় এখানকার মানুষের জীবনযাত্রা। কালিদাসের ‘মেঘদূতে’ও উল্লেখ রয়েছে মহাকালেশ্বরের জ্যোতির্লিঙ্গের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande