
কলকাতা, ২ ডিসেম্বর (হি.স.):
এসআইআর-এ এ যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে দু'লক্ষ টাকা করে সাহায্য করবে সরকার। এই কাজ করতে গিয়ে যে সব বিএলও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, তাদের জন্য এক লক্ষ টাকা করে দেওয়া হবে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নর বৈঠকে এ কথা ঘোষণা করেন। তাঁর কথায়, তাঁরা যেন মনে করে যে সরকার তাঁদের পাশে আছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এসআইআর আবহে নাগরিকত্ব নিয়ে অহেতুক ভীতি ছড়ানোর ফলে বহু মানুষ মানসিক অবসাদে ভুগছেন, এমনকি নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নিয়েছেন।
প্রশাসনিক কাজের চাপ এবং নথিপত্র সংক্রান্ত আতঙ্কে যে সমস্ত সরকারি কর্মী, বিশেষত বিএলও এবং অন্যান্যরা মারা গিয়েছেন বা অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর করতে গিয়ে অনেক মানুষ মারা গিয়েছে ইতিমধ্যেই, দুঃখে আত্মহত্যা করে... ৷ তাঁদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই।
পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, তাঁর জানা মতে এখনও পর্যন্ত ৩৯ জন মারা গিয়েছেন এবং ১৩ জন হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি আছেন। মৃত বিএলও বা এসআইআর তালিকাভুক্ত কর্মীদের পরিবারকে দু লক্ষ টাকা এবং যাঁরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বা গুরুতর আহত (স্ট্রোক বা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন), তাঁদের এক লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এই প্রসঙ্গেই তিনি কড়া বার্তা দিয়ে বলেন, বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা।” তিনি আশ্বস্ত করেন যে, এই রাজ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আশ্রয় রয়েছে এবং রাজ্য সরকার বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না।
প্রসঙ্গত, সোমবার নবান্নের প্রশাসনিকর বৈঠক থেকেও জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিওদের আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এসআইআর-এর জন্য আপনাদের যে চাপ যাচ্ছে, বুঝতে পারছি।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত