রাজ্যে ডিটেনশন সেন্টার করতে দেব না, তোপ মুখ্যমন্ত্রী মমতার
কলকাতা, ২ ডিসেম্বর (হি.স.): এসআইআর আবহে নাগরিকত্ব বা নথিপত্র সংক্রান্ত আতঙ্কে আতঙ্কিত রাজ্যবাসী। এই অবস্থায় রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে তিনি বলেন, রাজ্যে ডিটেনশন সেন্টার করতে দেব না।
রাজ্যে ডিটেনশন সেন্টার করতে দেব না, তোপ মুখ্যমন্ত্রী মমতার


কলকাতা, ২ ডিসেম্বর (হি.স.):

এসআইআর আবহে নাগরিকত্ব বা নথিপত্র সংক্রান্ত আতঙ্কে আতঙ্কিত রাজ্যবাসী। এই অবস্থায় রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে তিনি বলেন, রাজ্যে ডিটেনশন সেন্টার করতে দেব না।

রাজ্যের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান পেশ করার মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী একদিকে যেমন 'ডিটেনশন ক্যাম্প' রাজনীতির বিরুদ্ধে সরব হলেন। তিনি বলেন, এখানে কোনও ডিটেনশন ক্যাম্প ট্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগে বা অরাজকতা সৃষ্টি করতে দিই না।

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মূল্যবৃদ্ধির প্রসঙ্গের পাশাপাশি এদিন ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মোদী সরকারকে নিশানা করেন। তিনি বলেন, গ্রামীণ সড়ক যোজনা, আবাস যোজনা এবং ১০০ দিনের কাজে বাংলা পর পর চার বছর প্রথম স্থানে ছিল। সেই ঈর্ষা থেকেই ওরা বাংলার টাকা আটকে রেখেছে।

২০২৬ সালে বিধানসভা নির্বাচন, তাই বকেয়া টাকা মেটানো নিয়ে কেন্দ্রের 'চালাকি' তিনি ধরে ফেলেছেন বলে জানান তৃণমূল নেত্রী। তিনি বলেন, নির্বাচন তো চলে এল! আর কবে টাকা দেবেন? ফেব্রুয়ারিতে? যাতে আমরা কাজ করতে না-পারি? যাতে আবার টাকাটা ফেরত নিয়ে নিতে পারেন? এই চালাকি আমরাও বুঝি!

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande