
পূর্ব সিংভূম, ২ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকালে পারসুডিহ থানার অন্তর্গত এলাকার মকদুমপুরে ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রাজেশ প্রধান ( ৩৫) । রাজেশ আগে একটি রেশন দোকানে কাজ করতেন । তিনি তার মা, স্ত্রী এবং ছেলের সঙ্গে মকদুমপুরে থাকতেন। তিনি মঙ্গলবার সকালে পারসুডিহ থানার অন্তর্গত এলাকার মকদুমপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে যে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন এবং রাঁচিতে চিকিৎসাধীন ছিলেন। বিগত কয়েকদিন ধরে বাড়িতেই থাকতেন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর দেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন