জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত মোটরবাইক চালক
মালদা, ২ ডিসেম্বর, (হি.স.): মঙ্গলবার ভোরে ছোট সুজাপুর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় এক মোটরবাইক চালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আশরাফুল শেখ (৪২)। তিনি সাহাপুরের ছোট সুজাপুর এলাকার বাসিন্দা ছিলেন। সূত্রের খবর, এ দিন একটি ডাম্পার পিছ
জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত মোটরবাইক চালক


মালদা, ২ ডিসেম্বর, (হি.স.): মঙ্গলবার ভোরে ছোট সুজাপুর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় এক মোটরবাইক চালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আশরাফুল শেখ (৪২)। তিনি সাহাপুরের ছোট সুজাপুর এলাকার বাসিন্দা ছিলেন।

সূত্রের খবর, এ দিন একটি ডাম্পার পিছন থেকে এসে ধাক্কা মারে তাঁর মোটর বাইকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা আশরাফুলকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আশরাফুল পেশায় লরি চালক। এদিন তিনি কাজ সেরে মোটর বাইকে চালিয়ে পুরাতন মালদা থেকে সাহাপুরের দিকে বাড়ি ফিরছিলেন। আশরাফুল ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডে পৌঁছতেই একটি ডাম্পার পিছন থেকে এসে তাঁর বাইকে ধাক্কা মারে।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল, যে আশরাফুল ডাম্পারের সামনের চাকায় আটকে যান। সেই অবস্থাতেই ডাম্পারটি তাঁকে হিঁচড়ে প্রায় ৫০০ মিটার পর্যন্ত নিয়ে যায়। গুরুতর জখম হয়ে আশরাফুল রাস্তা থেকে অনেকটা দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এ ছাড়াও, দুমড়ে-মুচড়ে গিয়েছে তাঁর মোটর বাইকটি।

কী ভাবে এই ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, ডাম্পারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাতেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকেই পলাতক ডাম্পারের চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande