শিলিগুড়িতে যুবকের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ
শিলিগুড়ি, ২ ডিসেম্বর (হি.স.) : শিলিগুড়ির ডাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন (৩০)-এর মৃত্যু ঘিরে রহস্য ছড়িয়েছে। সোমবার রাত ১টার দিকে শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফ্লাইওভারের কাছে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। শিলিগুড়ি থানার পুলিশ
শিলিগুড়িতে যুবকের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ


শিলিগুড়ি, ২ ডিসেম্বর (হি.স.) : শিলিগুড়ির ডাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন (৩০)-এর মৃত্যু ঘিরে রহস্য ছড়িয়েছে। সোমবার রাত ১টার দিকে শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফ্লাইওভারের কাছে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। শিলিগুড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। সাদ্দামের মোবাইল ফোন এবং নথিপত্রের ভিত্তিতে পুলিশ তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং স্থানীয়রা থানায় ছুটে আসেন।

পরিবারের সদস্যদের মতে, সাদ্দাম একটি বিয়েতে যোগ দিয়েছিলেন এবং মধ্যরাতে বাড়ি ফিরছিলেন। পথে কী ঘটেছিল তা কেউ বুঝতে পারেনি।

পরিবারের সদস্যরা বলছে, সে পুরোপুরি সুস্থ ছিল। সাদ্দামের একটি ছোট বাচ্চাও রয়েছে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande