
বাঁকুড়া, ২ ডিসেম্বর (হি.স.) : কর্মরত শিক্ষকদের পুনরায় টেট পরীক্ষায় বসার নির্দেশ জটিলতা সহ বিভিন্ন দাবিতে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চত্বরে মঙ্গলবার তীব্র বিক্ষোভে অংশ নেন প্রাথমিক শিক্ষকরা।
ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (উস্থি) ব্যানারে শিক্ষকরা তামলীবাঁধ থেকে মিছিল করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে পৌঁছে, মূল গেট ঘেরাও করে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন।
শিক্ষকদের প্রধান দাবি, কর্মরত শিক্ষকদের পুনরায় টেট পরীক্ষায় বসার নির্দেশ সংক্রান্ত জটিলতা অবিলম্বে দূর করা। আদালতের রায়ের কারণে রাজ্যের বহু শিক্ষক অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে রয়েছেন। এছাড়া শিক্ষক বদলির সঠিক নিয়ম না থাকা, সারপ্লাস শিক্ষকদের সংজ্ঞা ও ব্যবস্থাপনায় অসঙ্গতি, অতিরিক্ত শিক্ষা-বহির্ভূত কাজে শিক্ষকদের ব্যবহার ইত্যাদি ইস্যু নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষকরা বার্ষিক কম্পোজিট গ্র্যান্ট দ্রুত প্রদানের পাশাপাশি মোট আট দফা দাবির ভিত্তিতে আন্দোলন চালাচ্ছেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষকদের দাবি পত্র জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের হাতে হস্তান্তর করা হয়। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট