সংসদ চত্বরে ‘কুকুর-কাণ্ড’ নিয়ে মুখ খুললেন না রাহুল
নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি. স.) : শীতকালীন অধিবেশনের প্রথম দিন রাজ্যসভার কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীকে কুকুর নিয়ে সংসদে ঢোকার ঘটনায় তৈরি হওয়া বিতর্কে মুখ খুললেন না লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকরা প্রশ্ন কর
সংসদে ‘কুকুর-কাণ্ড’ নিয়ে মুখ খুললেন না রাহুল


নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি. স.) : শীতকালীন অধিবেশনের প্রথম দিন রাজ্যসভার কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীকে কুকুর নিয়ে সংসদে ঢোকার ঘটনায় তৈরি হওয়া বিতর্কে মুখ খুললেন না লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকরা প্রশ্ন করলে রাহুল গান্ধী শুধু বলেন, “এটাই কি এখন দেশের প্রধান আলোচনা? কুকুরটি কী করেছে? এখানে বোধহয় পোষ্য প্রাণী আনার নিয়ম নেই।”

প্রসঙ্গত, ঘটনাকে ঘিরে সমালোচনা বাড়লে রেণুকা চৌধুরী দাবি করেন, রাস্তায় স্কুটার–গাড়ির মাঝখানে একটি ছোট কুকুরছানাকে বিপদে দেখে তিনি নিজের গাড়িতে তুলে সংসদ চত্বরে এসেছিলেন, পরে গাড়ি থেকেই সেটিকে নিরাপদে ফেরত পাঠানো হয়।

ঘটনা নিয়ে বিজেপি নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ তোলে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande