
মুম্বই, ২ ডিসেম্বর (হি. স.) : বলিউড অভিনেতা রণবীর সিং সম্প্রতি তাঁর মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন। আইএফএফআই ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে, তিনি কান্তারা চ্যাপ্টার ১ -এ ঋষভ শেঠির ভূমিকার পুনরাবৃত্তি করেছিলেন। অনুষ্ঠানের ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই রণবীরের বিরুদ্ধে দেবী চামুণ্ডা দেবীর অপমান করার অভিযোগ তুলেছে।
ক্রমবর্ধমান বিতর্কের পরিপ্রেক্ষিতে, অভিনেতা তাঁর অবস্থান স্পষ্ট করে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার সামাজিক মাধ্যমে রণবীর সিং জানিয়েছে , আমি ঋষভ শেঠির অসাধারণ অভিনয়ের প্রশংসা করতে চেয়েছিলাম। আমি জানি তিনি সেই দৃশ্যে কতটা কঠোর এবং ভালো অভিনয় করেছেন । আমিও তাঁর একজন বিশাল ভক্ত। আমি সর্বদা দেশের প্রতিটি সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বাসকে সম্মান করি। আমার কিছু কথা যদি কারও অনুভূতিতে আঘাত করে থাকে, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। বর্তমানে, রণবীর তাঁর আসন্ন ছবি ধুরন্ধর-এর প্রচারে ব্যস্ত, যা ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন