
কলকাতা, ২ ডিসেম্বর (হি.স.): “..... দলদাস প্রশাসনের কীর্তি দেখুন।” মঙ্গলবার এক্স হ্যান্ডলে এই অভিযোগ পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন, “এসআইআর-এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন। তাই তার প্রশাসনকে দিয়ে মৃত ভোটারদের নাম যাতে কাটা না যায়, আর ভোটের সময় তার শান্তির বাহিনীকে দিয়ে ঐ ভোটগুলি যাতে ছাপ্পা মেরে জেতা যায় সেই পরিকল্পনা করছেন। কিন্তু সে গুড়ে বালি।
নিচের অডিওটি সকলে শুনুন, আর দলদাস প্রশাসনের কীর্তি দেখুন। এই ভয়েস ক্লিপিং ফলতার-ই একজন বিএলও-র যিনি পরিষ্কার অভিযোগ করছেন ফলতার বিডিও ও এআরও গতকাল বিকেল ৩ টের পর সমস্ত বিএলও-কে ফোন করে নির্দেশ দিয়েছেন, ডেথ সার্টিফিকেট ছাড়া কোনো মৃত ব্যক্তির নাম কাটা যাবে না।
অথচ পরিবারের লোক মৃতদের এনুমারেশন ফর্মে ঘোষণা দিয়ে স্বাক্ষর করেছেন। সেই ফর্ম ও আপলোড করা যাবে না। বিএলও-দের বলা হচ্ছে ফর্মগুলি আপলোড না করে আনম্যাপিং করে ছেড়ে দিতে, কেনো? যাতে পরে জোচ্চুরী করা যায়। এই অভিযোগ অত্যন্ত গুরুতর।
এদিকে জাহাঙ্গীর বাহিনী বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বিএলও-দের হাতে কোনো ডেথ সার্টিফিকেট দেবেন না। অর্থাৎ খেলাটা খুব পরিষ্কার বিডিও, এআরও এদেরকে ব্যবহার করে, গুন্ডা দিয়ে ধমকে চমকে মৃত ভোটারদের কে ভোটার তালিকায় রেখে দেওয়ার একটা প্রচ্ছন্ন অপচেষ্টা চলছে।
আমি সাধারণ মানুষ এবং বিএলও-দের বলব আপনারা ভয় পাবেন না। আইনের আওতায় থেকে আপনারা সকলে এসআইআর-এর কাজে নির্বাচন কমিশনকে সাহায্য করুন। তৃণমূলের দলদাস বিডিও এবং এআরও-দের বলব আপনারা সাবধান হন, নচেৎ এর ফল আপনাদের ভুগতে হবে। বিজেপি গোটা বিষয়টার উপর নজর রাখছে, এবং আমরা কিন্তু ছেড়ে কথা বলব না।
আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব এই গুরুতর অভিযোগটির গুরুত্ব বিবেচনা করে বিষয়টি খতিয়ে দেখে বিডিও এবং এআরও-দের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে।”
এই বার্তা শুভেন্দুবাবু যুক্ত করেছেন নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অফিসের এক্স হ্যান্ডলে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত