তৃণমূল সরকার অসৎ ও দুর্নীতিগ্রস্ত, তোপ শুভেন্দুর
মালদা, ২ ডিসেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সমালোচনায় সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, তৃণমূল সরকার অসৎ ও দুর্নীতিগ্রস্ত। মঙ্গলবার মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, এই (তৃণমূল কংগ্রেস)
শুভেন্দু অধিকারী


মালদা, ২ ডিসেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সমালোচনায় সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, তৃণমূল সরকার অসৎ ও দুর্নীতিগ্রস্ত।

মঙ্গলবার মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, এই (তৃণমূল কংগ্রেস) দুর্নীতিগ্রস্ত সরকার অসৎ। বাংলা বেকারত্ব, দারিদ্র্য এবং কুশাসনে ভুগছে। স্বাস্থ্য, শিক্ষা এবং শিল্প ক্ষেত্রের অবস্থা দেখুন। সবাই এই সরকার থেকে মুক্তি পেতে চায়। তাই মমতার বিরুদ্ধে ভোট দিন। মানুষ পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিএম এবং টিএমসি-কে পরীক্ষা করেছে। বিজেপির এখনও পরীক্ষা হয়নি। তাই বিজেপিকে একটি সুযোগ দিন। যেমন মৌলিক সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। বিহারে উন্নয়ন হচ্ছে, এবং বেকারত্ব দূর করা হচ্ছে, আমরাও একইভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাব। এই অঞ্চলটি বাংলাদেশের সঙ্গে সংযুক্ত এবং পহেলগাম ঘটনা এবং অপারেশন সিঁদুরের পরে সীমান্ত সুরক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande