
ভোপাল, ২ ডিসেম্বর (হি. স.) : ভোপালের কোহেফিজা থানার অন্তর্গত এলাকায় বিয়ের অনুষ্ঠানে গভীর রাতে আচমকা হামলা ও পাথরবৃষ্টি। একটি মাঠে চলা বিয়ে বাড়ির অনুষ্ঠানে ১০–১২ জনের একটি দুষ্কৃতীদল ঢুকে তাণ্ডব চালায়। আহত দু’জন অতিথিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন অতিথিরা।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ে বাড়ির অনুষ্ঠানের বাইরে পানের গুমটিতে টাকা নিয়ে কয়েক যুবকের সঙ্গে বচসা হয়। পরে সেই দল সরাসরি বিয়ের আসরে ঢুকে গালি-গালাজ, মারধর ও বেপরোয়া পাথর ছোড়া শুরু করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিসি ক্যামেরায় হামলাকারীদের স্পষ্ট দেখা গিয়েছে। ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিতকরণ চলছে। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য