
কলকাতা, ২ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার উন্নয়নের পাঁচালি-তে মাতল নবান্নর সভাগৃহ।
এদিনের মূল আকর্ষণ ছিল শিল্পী ইমন চক্রবর্তী ও তাঁর দলের পরিবেশিত গান, যা সরকারের জনকল্যাণমূলক কাজগুলোকে পাঁচালির ছন্দে বেঁধেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার ও বিডিও-সহ সমস্ত প্রশাসনিক আধিকারিকরা ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর বক্তব্যে বাংলার পুরনো দিনের সন্ধ্যার ছবি তুলে ধরেন । তিনি বলেন, আগে আমাদের মা-ঠাকুমারা পাঁচালি গাইতেন সন্ধ্যাবেলায় বসে । সেই পাঁচালির মধ্যে দিয়ে মানুষের ঘরের ভাষা, মাটির ভাষা শুনতে পাওয়া যেত। এখন সেই যুগ প্রায় উঠে গেছে। কিন্তু আমরা আগের দিনের সেই গৌরবকে গৌরবান্বিত করবার জন্য পাঁচালি আকারে একটা ছন্দ বেঁধেছি।
তিনি বলেন, আমাদের স্পন্দন নজরুল, রজনীকান্ত, অতুলপ্রসাদী, বাউল ও কীর্তনের স্পন্দন। সবকিছু মিলিয়ে মিশিয়েই আমরা ভেবেছি এবং ইমন ও তাঁর দল এই গান পরিবেশন করছে।
এদিন মুখ্যমন্ত্রী 'উন্নয়নের পদাবলী' শীর্ষক একটি রিপোর্ট কার্ডের প্রতীকী উদ্বোধন করেন। সরকারের কাজের স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রসঙ্গে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পংক্তি উদ্ধৃত করে বলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত