বিএলওদের পোর্টাল ও ওটিপি ব্যবহার করে পান্ডবেশ্বরে মৃত ও ভুয়ো ভোটার তালিকা আপলোডের অভিযোগ
দুর্গাপুর, ২ ডিসেম্বর (হি. স.) : বিএলওদের অফিসিয়াল পোর্টাল ও ওটিপি ব্যবহার করে তৃণমূলের অফিসে বসে মৃত ও ভুয়ো ভোটার তালিকা আপলোডের অভিযোগ উঠল পান্ডবেশ্বরে। বিজেপির রাজ্য নেতা জিতেন্দ্র তেওয়ারী এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন এবং নির্বাচন কমিশনের কাছে
বিএলওদের পোর্টাল ও ওটিপি ব্যবহার করে পান্ডবেশ্বরে মৃত ও ভুয়ো ভোটার তালিকা আপলোডের অভিযোগ


দুর্গাপুর, ২ ডিসেম্বর (হি. স.) : বিএলওদের অফিসিয়াল পোর্টাল ও ওটিপি ব্যবহার করে তৃণমূলের অফিসে বসে মৃত ও ভুয়ো ভোটার তালিকা আপলোডের অভিযোগ উঠল পান্ডবেশ্বরে। বিজেপির রাজ্য নেতা জিতেন্দ্র তেওয়ারী এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন এবং নির্বাচন কমিশনের কাছে তা জানান।

প্রতিবাদে তিনি বলেন, পান্ডবেশ্বর ও লাউদোহা ব্লকের কিছু বিএলওকে তৃণমূলের পার্টি অফিসে বসে এসআইআর ফর্ম ডিজিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওটিপি সংগ্রহ করে মৃত ও ভুয়ো ভোটারের নাম আপলোড করা হচ্ছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভয়ঙ্কর। দ্রুত এই চক্র বন্ধ করা হোক এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হোক।

গত কয়েক মাস ধরে জিতেন্দ্র তেওয়ারী শতাধিক ভুয়ো ভোটারের হদিশ তুলে প্রকাশ্যে আসেন। তথ্য অনুযায়ী, পান্ডবেশ্বর বিধানসভায় একটি বুথে ১৯১ জন ভোটারের হদিশ নেই। একই নামে বিভিন্ন জেলার ৪৪টি বুথে ভোটার তালিকায় নাম উঠেছে।

তৃণমূলের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিএলওরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন। অ্যাপের মাধ্যমে ফর্ম আপলোড হলেও পরে যাচাই হবে। অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলার মানুষ ২০২৬ বিধানসভা নির্বাচনে তাদের জবাব দেবে।

---------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande