
কলকাতা, ২ ডিসেম্বর (হি.স.): শুনানি শেষ হয়েছিল নভেম্বর মাসেই। ৩ ডিসেম্বর বুধবার বেলা ২টোয় প্রাথমিকের ৩২ হাজার চাকরি সংক্রান্ত মামলায় রায়দান করবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ।
২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলগুলিতে। কিন্তু সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২৩ সালের ১২ মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল।
তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়। সেই সময়ে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের রায়ের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। তবে একক বেঞ্চের নির্দেশ মোতাবেক নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে পর্ষদকে, এই নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। স্বাভাবিক ভাবেই প্রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে বুধবারের ওই রায়ের উপরে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত