
জয়পুর, ২ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব । আবহাওয়া দফতর ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চুরু, ঝুনঝুনু এবং সিকারে শৈত্যপ্রবাহের জেরে হলুদ সতর্কতা জারি করেছে। মঙ্গলবার সকালে সিকারে ঘন কুয়াশা ছিল। যার ফলে অনেক গ্রামীণ এলাকায় দৃশ্যমানতা ১০০ মিটারেরও কম ছিল। মঙ্গলবার এই বিষয়ে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্থানে তীব্র ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে যে শৈত্যপ্রবাহের দিনগুলি স্বাভাবিকের চেয়ে দীর্ঘ হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা গড়ের নিচে থাকার সম্ভাবনা রয়েছে। বিগত ২৪ ঘন্টায় বেশ কয়েকটি শহরে সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমেছে। পিলানি, আলওয়ার, উদয়পুর, যোধপুর, চুরু, জালোর এবং সিরোহিতে শীতের প্রভাব বেড়েছে। সোমবার লুঙ্কারানসার ছিল সবচেয়ে ঠান্ডা স্থান, সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সিকারের ফতেহপুরে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং চুরুতে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন