
বক্সনগর (ত্রিপুরা), ২ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়ায় ১৩ বছরের এক নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, এলাকার দলিল লেখক জহর মিয়া (৫০) নাবালিকার বাড়িতে মা–বাবার অনুপস্থিতির সুযোগে কুনজর দেয় এবং শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অপরাধে লিপ্ত হয়।
ঘটনার পর রাতে নাবালিকার মা সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত জহর মিয়া পলাতক বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলেও কোনও কারণে তিনি আইনের চোখ এড়িয়ে চলাফেরা করছিলেন। এই ঘটনার পর এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছেছে। দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্তে একটি টিম গঠন করা হয়েছে এবং অভিযুক্তকে ধরতে তল্লাশি জোরদার করা হয়েছে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ