তেলিয়ামুড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান-সহ তিনটি বসতঘর ভস্মীভূত
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২ ডিসেম্বর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকায় সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান ও তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। হঠাৎ লাগা আগুনে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে প
আগুনে পুড়ল বাড়ি ও দোকান


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২ ডিসেম্বর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকায় সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান ও তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। হঠাৎ লাগা আগুনে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন কাদের মিঞা, বিল্লাল হোসেন ও গনি মিয়া। কাদের মিয়ার দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, অন্যদিকে বিল্লাল হোসেন ও গনি মিয়ার বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এলাকায় বিভিন্ন মহলে নানা আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত বিল্লাল হোসেন দাবি করেছেন, “রাতের অন্ধকারে কে বা কারা পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়”—যদিও বিষয়টি সম্পূর্ণরূপে তদন্তসাপেক্ষ বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের দাবি, অতীতে বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে পরিচিত গনি মিয়ার বাড়িতেও বড় ক্ষতি হয়েছে। এই কারণে অগ্নিকাণ্ডকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন তৈরি হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ না করা গেলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মোট ১০ থেকে ১২ লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande