
আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানালো ত্রিপুরার মানবাধিকার সংস্থা ‘ক্যাম্পেইন ফর হিউমিনিটি প্রটেকশন’। শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি তোলেন সংগঠনের সভাপতি নিরঞ্জন চাকমা।
সভায় তিনি জানান, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতি (জেএসএস)-এর মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তিতে মোট ৭২টি ধারা ছিল। কিন্তু চুক্তি স্বাক্ষরের দীর্ঘ ২৮ বছর পরও মাত্র ২৫টি ধারা কার্যকর হয়েছে। ভূমি কমিশন গঠন করা হলেও তার কার্যকর বৈঠক পর্যন্ত অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ করেন তিনি। নিরঞ্জন চাকমার দাবি, চুক্তির বাকি ধারাগুলি কার্যকর না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের চাকমা ও অন্যান্য জনজাতি সম্প্রদায় এখনও বঞ্চনার শিকার।
তিনি আরও অভিযোগ করেন, চুক্তি স্বাক্ষরের দিনই চট্টগ্রামে একটি সশস্ত্র বাহিনীর জন্ম হয় এবং সেই বাহিনীকে মদত দেওয়া হচ্ছে। চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে পার্বত্য অঞ্চলে জনজাতিদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা ব্যক্ত করেন নিরঞ্জন চাকমা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডঃ চন্দ্রশেখর কর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ শ্যামল চাকমা, সংগঠনের সহ-সভাপতি নয়ন জ্যোতি ত্রিপুরা, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান ও সমাজসেবী দীপাংশু চাকমা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
শান্তি চুক্তি দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানায় সংগঠনটি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ