
গণ্ডাছড়া (ত্রিপুরা), ২ ডিসেম্বর (হি.স.) : ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার ৪৪নং রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নমূলক কাজে একাংশ মানুষের লাগাতার বাধা ও বিঘ্নের কারণে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ, এসব বাধার জেরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ থমকে যাচ্ছে, যাতে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সম্প্রতি গণ্ডাছড়া–অমরপুর সড়কের থানারাইপাড়া সংলগ্ন প্রায় চার কিলোমিটার এবড়োথেবড়ো রাস্তার কার্পেটিং কাজ করছিলেন ঠিকাদার তপন চক্রবর্তী। তবে গত ২৮ নভেম্বর নিন্মমানের কাজের অভিযোগ তুলে কিছু লোক কাজ বন্ধ করে দেন। অভিযোগকারীদের নির্দেশে শ্রমিকরাও কাজ ছেড়ে চলে যায়। বিষয়টি পৌঁছে যায় ৪৪-নং রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নন্দিতা রিয়াং দেববর্মার কাছে।
অভিযোগের সত্যতা যাচাই করতে মঙ্গলবার বিধায়িকা নন্দিতা রিয়াং দেববর্মার নেতৃত্বে পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিকাদার তপন চক্রবর্তীসহ একদল কর্মকর্তা ও সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীরা ঘটনাস্থলে পরিদর্শনে যান। তাঁরা চার কিলোমিটার রাস্তার কাজ খতিয়ে দেখে নির্মাণমান ও অভিযোগের বিষয়গুলি পরীক্ষা করেন।
পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, কাজে বাধা সৃষ্টি হলে উন্নয়ন ব্যাহত হয় এবং এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। তাঁরা এ ধরনের বিঘ্ন সৃষ্টিকারী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান।
বিধায়িকা নন্দিতা রিয়াং দেববর্মা বলেন, “উন্নয়নমূলক কাজে দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত হবেই। তবে যেকোনও অভিযোগের সমাধান প্রশাসনিক পথে হওয়া উচিত, কাজ বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্তে মানুষেরই ক্ষতি হয়।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ