তিপ্রাল্যান্ডের দাবিতে ১৫ ডিসেম্বর দিল্লিতে এনএফএনএস বিক্ষোভে যোগ দেবে আইপিএফটি
আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার ক্ষমতাসীন জোটসঙ্গী ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) ঘোষণা করেছে যে আগামী ১৫ ডিসেম্বর দিল্লির জন্তর মন্তরে ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস (এনএফএনএস)-এর ডাকে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে তারা অংশ নে
আইপিএফটি-এর সাংবাদিক সম্মেলন


আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার ক্ষমতাসীন জোটসঙ্গী ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) ঘোষণা করেছে যে আগামী ১৫ ডিসেম্বর দিল্লির জন্তর মন্তরে ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস (এনএফএনএস)-এর ডাকে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে তারা অংশ নেবে। পৃথক তিপ্রাল্যান্ড রাজ্যের দাবি এবং সংসদের চলমান শীতকালীন অধিবেশনে সাংবিধানিক সংশোধনী বিল, ২০১৯ পাসের দাবিতেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাম্প্রতিক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে আইপিএফটি-এর সহ-সভাপতি প্রদীপ দেববর্মা জানান, দল থেকে প্রায় ১০০ জন প্রতিনিধি দিল্লির কর্মসূচিতে অংশ নেবেন। উত্তর-পূর্বাঞ্চলের এনএফএনএস ইউনিটগুলির প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ত্রিপুরা বিধানসভার মন্ত্রিসভার সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধনী পাস করে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে তিপ্রা টেরোটরিয়াল কাউন্সিলে উন্নীত করার জন্য দল তাদের দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করবে।

সাংবাদিক সম্মেলনে আইপিএফটি -এর সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, দিল্লির কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রতিটি বিভাগীয় কমিটিকে তিনজন করে প্রতিনিধি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের রেল টিকিট বুকিং সংক্রান্ত বিষয়ে আইপিএফটি কোষাধ্যক্ষ এবং যুব আইপিএফটি কোষাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আইপিএফটি নেতৃত্ব জানায়, সাংবিধানিক অধিকারের দাবিতে এই বিক্ষোভ ভবিষ্যতে দলের আন্দোলনকে আরও জোরদার করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande